Skip to main content

INVITATION--------------------ToThe District Secretaries, Executive Members, Ex Throwball players, Officials,&all the members of Bengal Throwball family.------------------------------------------------Dear Sir/Madam,Greetings from West Bengal Throwball Association.On behalf of the West Bengal Throwball Association, I would like to take the pleasure in inviting you at the opening ceremony of the 8th Netaji Subhash State Game, organised by Bengal Olympic Association in association with West Bengal Throwball Association at Moulana Abul Kalam Azad University of Technology campus, Haringhata, Kalyani, Nadia, on 16th May at 8.00 am. At the same time we are going to conduct the condolence meeting of Late Nandalal Mukherjee, the then President of West Bengal Throwball Association.Your gracious presence is highly solicited and will be inspiring to all the participants and shall make the event a grand success.With regards,YoursBhudeb MukherjeeGeneral SecretaryWest Bengal Throwball Association

Comments

Popular posts from this blog

যারা throwball খেলেছেন / খেলছেন এবং অফিশিয়াল আছেন/ছিলেন স্কুল, কলেজ,জেলা থেকে খেলছেন/খেলেছেন তাদের উদ্যেশে বিশেষ ঘোষণা আমাদে ওয়েস্ট বেঙ্গল থ্রোবল এসোসিয়েশনের ওয়েব সাইডে গিয়ে নিজের নাম রেজিস্ট্রি করণ করুন  আমাদের throwball কে সুগঠন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিন । যারা স্বাস্থ্য সাথী ফর্ম ফিলাপ করে ছিলেন তারা সংস্থার সাথে/ জেলা সম্পাদক এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ Bhudeb mukharjee Genarel secretary West bengal throwball association

দ্যা ফিট এক্স পো-র পরিচালনায় ৬ই ডিসেম্বর ২০১৯ শুক্রবার সায়েন্স সিটিতে হয়ে গেল চার স্কুল থ্রোবল দলের আমন্ত্রণমূলক নক-আউট প্রতিযোগিতা। প্রথম খেলায় নেতাজী শিক্ষায়তন (১৫-০৫)(১৫-১৭)(১৫-০৯) পয়েন্টে হারায় শ্রী শ্রী অ্যাকাডেমিকে। দ্বিতীয় খেলায় লরেটো হাউস (১৫-০২)(১৫-০৬) পয়েন্টে মহাদেবী বিড়লা শিশু বিহারকে হারিয়ে ফাইনালে নেতাজী শিক্ষায়তনের মুখোমুখি হয়। ফাইনাল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। খেলায় লরেটো হাউস (১৫-১৭)(১৫-০৮)(১৫-১২) পয়েন্টে নেতাজী শিক্ষায়তনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দর্শকদের কাছে থ্রোবল খেলা যে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে তা দর্শকদের উপস্থিতি ও সমর্থন দেখলেই বোঝা যায়। পুরষ্কার বিতরণ করেন দ্যা ফিট এক্স পো-র বিশিষ্ট ব্যাক্তিগণ এবং ওয়েস্ট বেঙ্গল থ্রোবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক শ্রী ভূদেব মুখার্জ্জী, শ্রী সুজিৎ ব্যানার্জ্জী, শ্রীমতী দেবিন্দর রায়, শ্রী পার্থ ব্যানার্জ্জী, প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগণ।

OLYMPIC DAY RUN 2022