Skip to main content

Final selection trial of state senior team (Men & Women) will be held at Madhyamgram High School on 13th & 14th November 2021, from 12.00 noon, in connection with the ensuing FEDERATION CUP at Dhanbad, Jharkhand, which will be held on and from 28th to 29th November 2021. All the players are requested to bring 6 copies photo and Xerox copy of ADHAR.


 

Comments

Popular posts from this blog

যারা throwball খেলেছেন / খেলছেন এবং অফিশিয়াল আছেন/ছিলেন স্কুল, কলেজ,জেলা থেকে খেলছেন/খেলেছেন তাদের উদ্যেশে বিশেষ ঘোষণা আমাদে ওয়েস্ট বেঙ্গল থ্রোবল এসোসিয়েশনের ওয়েব সাইডে গিয়ে নিজের নাম রেজিস্ট্রি করণ করুন  আমাদের throwball কে সুগঠন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিন । যারা স্বাস্থ্য সাথী ফর্ম ফিলাপ করে ছিলেন তারা সংস্থার সাথে/ জেলা সম্পাদক এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ Bhudeb mukharjee Genarel secretary West bengal throwball association

দ্যা ফিট এক্স পো-র পরিচালনায় ৬ই ডিসেম্বর ২০১৯ শুক্রবার সায়েন্স সিটিতে হয়ে গেল চার স্কুল থ্রোবল দলের আমন্ত্রণমূলক নক-আউট প্রতিযোগিতা। প্রথম খেলায় নেতাজী শিক্ষায়তন (১৫-০৫)(১৫-১৭)(১৫-০৯) পয়েন্টে হারায় শ্রী শ্রী অ্যাকাডেমিকে। দ্বিতীয় খেলায় লরেটো হাউস (১৫-০২)(১৫-০৬) পয়েন্টে মহাদেবী বিড়লা শিশু বিহারকে হারিয়ে ফাইনালে নেতাজী শিক্ষায়তনের মুখোমুখি হয়। ফাইনাল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। খেলায় লরেটো হাউস (১৫-১৭)(১৫-০৮)(১৫-১২) পয়েন্টে নেতাজী শিক্ষায়তনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দর্শকদের কাছে থ্রোবল খেলা যে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে তা দর্শকদের উপস্থিতি ও সমর্থন দেখলেই বোঝা যায়। পুরষ্কার বিতরণ করেন দ্যা ফিট এক্স পো-র বিশিষ্ট ব্যাক্তিগণ এবং ওয়েস্ট বেঙ্গল থ্রোবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক শ্রী ভূদেব মুখার্জ্জী, শ্রী সুজিৎ ব্যানার্জ্জী, শ্রীমতী দেবিন্দর রায়, শ্রী পার্থ ব্যানার্জ্জী, প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগণ।

OLYMPIC DAY RUN 2022