Skip to main content

Posts

Showing posts from January, 2020

সাইতে হয়ে গেল থ্রোবল প্রতিযোগিতা সাই, সল্টলেকে ২৭ ও ২৮শে জানুয়ারী ২০২০ তারিখে বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তম নেতাজী সুভাষ স্টেট গেমস থ্রোবল খেলায় পুরুষদের বর্ধমান, উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, নদিয়া এবং মহিলাদের উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ দল অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের সেরা চার জেলা দলের এই প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা, বর্ধমান এবং মহিলাদের ফাইনালে সাউথ কলকাতা, শিলিগুড়ি ওঠে। বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জ্জী, ভাইস প্রেসিডেন্ট গৌতম সিনহা ও রামানুজ মুখোপাধ্যায়, ট্রেজারার জহর দাস সকল প্লেয়ারদের সঙ্গে পরিচিতির মাধ্যমে উৎসাহ প্রদান করেন। পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা (১৫-১১)(১৫-১2) পয়েন্টে বর্ধমানকে হারায়। তৃতীয় স্থান লাভ করে নদীয়া। মহিলাদের ফাইনালে শিলিগুড়ি সাউথ কলকাতাকে (১৪-১৬)(১৫-১০)(১৫-১১) পয়েন্টে হারায়। তৃতীয় স্থান পায় উত্তর ২৪ পরগণা।

Grand Reception at NJP Station This is the first time champion Siliguri girls

সাইতে হয়ে গেল থ্রোবল প্রতিযোগিতা সাই, সল্টলেকে ২৭ ও ২৮শে জানুয়ারী ২০২০ তারিখে বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তম নেতাজী সুভাষ স্টেট গেমস থ্রোবল খেলায় পুরুষদের বর্ধমান, উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, নদিয়া এবং মহিলাদের উত্তর ২৪ পরগণা, সাউথ কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ দল অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের সেরা চার জেলা দলের এই প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা, বর্ধমান এবং মহিলাদের ফাইনালে সাউথ কলকাতা, শিলিগুড়ি ওঠে। বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জ্জী, ভাইস প্রেসিডেন্ট গৌতম সিনহা ও রামানুজ মুখোপাধ্যায়, ট্রেজারার জহর দাস সকল প্লেয়ারদের সঙ্গে পরিচিতির মাধ্যমে উৎসাহ প্রদান করেন। পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগণা (১৫-০৮)(১৫-১০) পয়েন্টে বর্ধমানকে হারায়। তৃতীয় স্থান লাভ করে নদীয়া। মহিলাদের ফাইনালে শিলিগুড়ি সাউথ কলকাতাকে (১৪-১৬)(১৫-১০)(১৫-১১) পয়েন্টে হারায়। তৃতীয় স্থান পায় উত্তর ২৪ পরগণা।

বাংলা টিমের প্রথম সদস্য দের সম্বোধনা যাদের কে খুঁজে পেয়েছি তাদের মধ্যে কেউ কেউ সুব্রত বিশ্বাস, অসীম কর, শম্ভু লোড,প্রদীপ রায় এবং আরো অনেকে ,

দীর্ঘ 25 বছর পর বাংলার বুকে হয়ে গেল 42 তম সিনিয়ার থ্রোওবল প্রতি যোগীতা বর্ধমানের রতলার মাঠে । বাংলার ছেলেরা অনেক চেষ্টা করে প্রথম স্থান ধরে রাখতে পারে নাই । ছেলে দের গুরুপে চ্যাম্পিয়ন দিল্লী , রানার্স হলো ওয়েস্ট বেঙ্গল , তৃতীয় হলো তামিলনাডু, চতুর্থ হলো ওড়িশা । মেয়েদের গুরুপে প্রথম দিল্লী দ্বিতীয় ওড়িশা ,তৃতীয় অন্ধ্রপ্রদেশ , চতুর্থ হরিয়ানা